কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে উপজেলা যুবদলের উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুরস্থ ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনের দলীয় কার্যালয়ে ইউনিয়ন যুবদলের নেতাকমর্ীদের হাতে এ সামগ্রী তুলে দেওয়া হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মুকবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আবুল খায়ের সরকার, নূরে আলম ভূঁইয়া, জহিরুল ইসলাম, মো. শামিম আহমেদ, রুবেল খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নেছার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল,
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, সাইদুর ইসলাম সরকার, ফরমুজ খন্দকার, কবির হোসেন, সাইমন আখন্দ, নয়ন মোল্লা, মো. রোকন, শরিফুল ইসলাম শিকদার, মনির হোসেন আকন্দ, জামাল হোসেন, আবু সাইদ সরকার, দেলোয়ার হোসেন, কবির হোসেন, মোহর মুন্সি, আনোয়ার হোসেন আনু, তন্ময় হাজার কাজল, এমরান হোসেন সরকার, হেলাল ভূঁইয়া, জসিম খান, ফরিদ হোসেন মেম্বার, গোলাম মোস্তফা, সুমন মেম্বার ও নুরে আলম প্রমূখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশক্রমে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের সহযোগিতায় উপজেলা যুবদল ঈদ উপহার হিসেবে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।