কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস থানা পুলিশ একশ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের আঃ মুনাফ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২৬) ও একই গ্রামের মৃত হাকিম সরদারের ছেলে কবির হোসেন (৩৫)। এদিকে বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন নূর ফার্মেসীর সামনে থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
তিতাস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসমানিয়া বাজারে অভিযান চালায় থানা পুলিশ। সন্ধ্যা ৭টায় উপজেলার আসমানিয়া বাজার চৌরাঙ্গা সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন নূর ফার্মেসির সামনে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।