কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠের পর কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফরিদা ইয়াসমিন প্রমূখ। এতে আরো বক্তব্য রাখেন গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন ও প্রভাষক শওকত হোসেন টুকু।