কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দু’শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ ওমর ফারুক, ডাঃ অশোক পোদ্দার ও মোহাম্মদ হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন, প্রভাষক শওকত হোসেন, মাহফুজুল ইসলাম সাইমুম, মোঃ অহিদুজ্জামান, শেখ মোহাম্মদ উল্লাহ, হালিমা আক্তার, কামরুন্নাহার, সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায়, নজরুল ইসলাম প্রমূখ।