কবির হোসেন সওদাগর , তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি নাছিমা আক্তার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালাইগোবিন্দপুরস্থ তাহার নিজ বাড়িতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও কালাইগোবিন্দপুর গ্রামের নাজমুল হাসান কিরণের সহধর্মীনি নাছিমা আক্তার একই গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া হাবিলদারের মেয়ে। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে নাছিমা আক্তার দ্বিতীয়।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি নাছিমা আক্তার বলেন, ১৯৯৭ সালে হোমনা ডিগ্রী কলেজে অধ্যায়রত অবস্থা থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। সেই থেকে আজ পর্যন্ত আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছি। আমি গর্ববোধ করি যার সাথে আমার বিয়ে হয়েছে সেও ছোটকাল থেকে আওয়ামীলীগের কর্মী।
বর্তমানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। রাজনীতি ক্ষেত্রে আমাদের কাছ থেকে সাধারণ মানুষ কিছু পাইনি তা অস্বীকার করতে পারবে না। আমার বিশ্বাস দল আমাকে দলীয় মনোনয়ন দিবেন। তিনি অভিযোগ তুলে বলেন, বর্তমানে যে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে; তিনি বিএনপির। সর্বক্ষণ ঢাকায় বসবাস করছেন। আমি গ্রামের মেয়ে; দল আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যয় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও নাছিমা আক্তারের বড় ভাই মোঃ মঙ্গল ব্যাপারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরণ, গ্রামের বিশিষ্ট ব্যাক্তি হাজী আব্দুল মুনাফ, মোঃ মোস্তফা ব্যাপারী, আবুল হোসেন ব্যাপারী, হযরত আলী, রিয়াজ উদ্দিন, মোঃ শাহ আলম প্রমূখ।