মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) থেকে:
কুমিল্লা তিতাসে বিষধর সাপ ধরা, সর্পদংশনের বিষ নামানোসহ সাপের বিষ ও দাঁত দিয়ে চিকিৎসা করে এলাকায় পরিচিতি লাভ করেছেন দিনমজুর সিদ্দিক মিয়া।
সিদ্দিক মিয়া উপজেলার মাছিমপুর গ্রামের মৃত নাগর এর ছেলে। তিনি সাপ ধরার পাশাপাশি অবসর সময় রিকশাও চালান। একান্ত আলাপনে ৪৫ বছর বয়স্ক সিদ্দিক জানান, তার কাজের নানা অভিজ্ঞতার কথা। প্রায় ৩০ বছর ধরে তিনি কোন রকমের জাদু, টোনা, মন্ত্র ছাড়াই সাপ ধরা, সর্পদংশনের বিষ নামানোসহ সাপের বিষ ও দাঁত দিয়ে চিকিৎসা করে আসছে। তিনি ছোট বেলা থেকেই সাপ নিয়ে খেলা করার প্রতি উৎসাহী ছিলেন। আর সে উৎসাহ থেকে আজ সাপ ধরা তার নেশা ও পেশা হয়ে উঠেছে। তবে জীবনের শেষপ্রান্ত পর্যন্ত সাপ ধরে মানুষের উপকার করে যাবেন বলে তিনি জানান।
বর্তমানে সিদ্দিক মিয়া কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় বাসাবাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির সাপ ও সাপের ডিম ধরে সুনাম কুড়িয়েছেন।