নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারে অবস্থিত সিয়াম ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ রবিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান ছাদির, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম মুন্সি, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মুন্সি, বিশিষ্ট ব্যক্তি মো. জুয়েল মোল্লা, প্রধান শিক্ষক মেহেদী হাসান হোসেন ও শাহনাজ হোসেন প্রমূখ।