কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শনিবার মাছিমপুর আর.আর ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. আনোয়ারা চৌধুরী, গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, মাছিমপুর আর.আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুল রহমান চৌধুরী, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মাছিমপুর আর.আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলম সরকার প্রমূখ। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয় হন বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের মো. তামীন ইসলাম, ঝুমা সূত্রধর ও ফাহমিদা সামিহা, মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারী কলেজের মাসুকা ইয়াসমিন সুরভী ও শ্রাবণ চন্দ্র শীল, মাছিমপুর আর.আর ইনিস্টিটিউশনের মায়মনা হক মীম ও সোহান উদ্দিন, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসাঃ লাইলী, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের কানিজ সুবর্ণা বিভা, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের রিনতিয়া আহমেদ মীম ও ইঞ্জিনিয়ার হারুন-অর রশিদ গালর্স কলেজের আরিয়ানা আক্তার সুপ্তি।
পরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিজয়ীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।