মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা)ঃ
করোনা ভাইরাসে প্রভাবে শ্রমিক সংকটে কুমিল্লার তিতাসে কৃষকরা জমিতে পাকা ধান নিয়ে পড়েছেন বিপাকে। এছাড়া অর্থের অভাবে শ্রমিক দিয়ে ধান কাটতে পারছে না কৃষকরা। এমন পরিস্থিতি দেখে তিতাস উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোশ্যাল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা’র) সদস্যরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন।
গত ২৪ এপ্রিল এই কার্যক্রম শুরু করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন, সভাপতি ইঞ্জিঃ মোঃ মাসুদ রানা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলা নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের মোঃ আউয়াল নামে এক কৃষকের ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়। তাদের এমন মানবিক উদ্যোগ এলাকার সাধারণ কৃষকরা আনন্দিত।
ধানা কাটায় অংশগ্রহণ করেন, সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইকরাম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ অলি, অর্থ সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ খান, প্রচার সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, সমাজসেবা সম্পাদক মোঃ আল-আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আয়মান খান, মানবাধিকার সম্পাদক মোঃ সুজন সহ আরো ২৫ জন সদস্য।
এলাকাবাসী জানান, করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সে কারণে শ্রমিক সংকট আর্থিক যোগান না দিতে পেরে কৃষক ধান কাটতে পারছে না। আর তখনই তিতাস উপজেলার সামাজিক সংগঠন সোশ্যাল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা’র) প্রায় ৩০ জন সদস্য নিয়ে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌছে দেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজিরুল ইসলাম মামুন জানান, আমরা বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিচ্ছি। দেশের এই ক্রান্তিকালে আমরা যুব সমাজ যদি এগিয়ে না আসি তাহলে কে দাঁড়াবে তাদের পাশে। এছাড়াও তিনি বলেন, কৃষকের ধান জমিতে যতদিন আছে ততদিন এসফার কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।