নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার তিতাসের ৫দিন ব্যাপি স্কাউট উপদল নেতা (ব্যাজ) কোর্সের সমাপনী উপলক্ষে শুক্রবার রাতে উপজেলার পরিষদ মাঠে ক্যাম্প ফায়ার ও মহা তাবু জলশা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) শরীফ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সম্পাদক আঃ আউয়াল ভূঁইয়া, কৃষি অফিসার কামরুল হাসান মিতু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিমা আক্তার, সাব রেজিষ্ট্রার কর্মকর্তা মো. জামশেদুল আলম, সমবায় অফিসার ফারুক সুলতান, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, স্কাউট তিতাস শাখার কমিশনার অধ্যক্ষ আব্দুল লতিফ, সহকারী কমিশনার মাহাবুবুল হক সরকার, সম্পাদক লিয়াকত আলী, সহ-সম্পাদক আক্তার হোসেন, স্কাউট লিডার বিল্লাল হোসেন, কাব লিডার হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যক্ষ আব্দুর রউফ, ইউনিট লিডার জোবায়দা আক্তার, শাহ আলম, শাহানেওয়াজ মুক্তার প্রমূখ।