নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোশ্যাল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা)।
মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ সংলগ্ন গৌরীপুর-হোমনা-বাঞ্ছারামপুর সড়কে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
সোশ্যাল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা) সভাপতি ইঞ্জি. আব্দুর রহমান শাকিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ লালন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
এতে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সোশ্যাল ফ্রেন্ডস এসোসিয়েশন (এসফা) এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ মাসুদ রানা, দপ্তর সম্পাদক আবু কালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম জয়, অর্থ সম্পাদক ইকরাম সরকারসহ আলামিন ভূঁইয়া, হাবিবা আক্তার, কাজী আবু নাহিদ, সালমা আক্তার, মোঃ শরিফুল ইসলাম, মাকসুদা আক্তার, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ ফারুক সরকার, ফারজানা আক্তার ও স্মৃতি আক্তার প্রমূখ।