কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের গৌরীপুর-হোমনা সড়কের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় বাতাকান্দি বাজারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অর্থায়নে চার কিলোমিটার অংশের এ কাজের উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
গৌরীপুর-হোমনা সড়কের ১ম, ২য়, ১১ ও ১২তম কিলোমিটার অংশের সংস্কার কাজের উদ্বোধনেরকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার, মো. নূরনবী, বাতাকান্দি বাজার ব্যবসায়ী কমিটি সভাপতি সাদ্দাত হোসেন শিকদার, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।