মো. কবির হোসেন সওদাগর, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার তিতাস উপজেলা প্রেসক্লাবের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় কড়িকান্দি বাজারে অস্থায়ী কার্যালয়ে নাজমুল করিম ফারুক (দৈনিক ইত্তেফাক) সভাপতি, মো. মহসিন হাবীব (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক ও জহিরুল ইসলাম পাশাকে (৭১ টিভি) সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কার্যকরী পরিষদের অন্য সদস্য হলেন- সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান সরকার, সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, মো. শফিকুল ইসলাম, মো. বাবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, সামসুদ্দিন আহমেদ সাগর ও মো. আরিফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল মোল্লা, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ তোফাজ্জল, দপ্তর সম্পাদক, মো. তাজুল ইসলাম মুন্সী, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. তৌফিকুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক তাসীন তিহামী, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক গাজী আপেল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা মুসলিমা প্রধান সুমি, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রহিম, ত্রাণ বিষয়ক সম্পাদক খন্দকার ফরমুজ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
কমিটির সদস্যরা হলেন- মো. শাহজামান শুভ, মো. নজরুল ইসলাম, মো. মাহাবুব রহমান, মো. জাহিদ হাসান প্রলয়, মো. কবির হোসেন সওদাগর, মো. আক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম নাজমুল, মো. এমরান হোসেন, মো. রমিজ উদ্দিন, মো. নাঈম সরকার, মো. শেখ ফরিদ, মো. রওনকুল ইসলাম বাবু, মো. মহিউদ্দিন ভূঁইয়া রঞ্জু, মো. আব্দুল আজিজ, মো. আক্তার হোসেন মুন্সি ও মো. শাহজাহান সরকার।