ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিতাস জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামীলীগের একাধিক

নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল মার্চ মাসের যেকোন দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত নির্বাচনকে ঘিরে এলাকায় আওয়ামীলীগের একাধিক প্রার্থী গণসংযোগ ও দলীয় মনোনয়নের জন্য জোর লবিং অব্যাহত রাখলেও একক প্রার্থী নিয়ে বিএনপিতে অনেকটা স্বস্তি বিরাজ করছে। গত ৮ নভেম্বর এ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসাইন সরকার নির্মমভাবে খুন হলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ মনির হোসাইন সরকার বিনাপ্রতিদ্বদ্ধিতায় নির্বাচিন হন।

সরেজমিনে এলাকা ঘুরে জানা যায়, তিতাসের প্রবেশদ্বার খ্যাত রাজনীতি অঙ্গণে গুরুত্বপূর্ণ স্থান জিয়ারকান্দি। আসন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকলেও কে আওয়ামীলীগের টিকেট পাচ্ছে এনিয়ে চলছে আলোচনা সমালোচনা। গত ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়নের ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও এবার ভোট দিতে পারবেন বলে অনেকে অভিমত ব্যক্ত করেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা হাঁকডাক দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

এদিকে সাবেক দুই মেয়াদের সফল চেয়ারম্যান, ক্লিন ইমেজ খ্যাত উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন আখন্দ বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন এমনটাই নিশ্চিত করেছেন তৃণমূলের নেতৃবৃন্দ। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এ চেয়ারম্যানের অনুসারীরা।

অপরদিকে এলাকায় গণসংযোগসহ দলীয় মনোনয়ন প্রত্যাশায় জোর লবিং চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ আলী আশরাফ, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজমল খান সরকার, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা গোলাম সারওয়ার সরকার ও বাদল মোল্লা। তবে আলীআশরাফ ও গোলাম সারওয়ার সমানতালে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে নেতৃকর্মীরা দাবি করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন সরকার বলেন, সাবেক জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, যেহেতু জিয়ারকান্দিতে আমার বাড়ি সেহেতু চেষ্টা করবো যাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিন ভূঁইয়া জানান, আনুষ্ঠানিকভাবে আমার কাছে কেউ যোগাযোগ করেনি। তবে যতটুকু জানি একাধিক প্রার্থী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছে। তফসিল ঘোষণা হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তাবের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

নামপ্রকাশে অনিচ্ছুক উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক এক নেতা জানান, যেহেতু আওয়ামীলীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে সেখানে জাতীয়পার্টির কোন প্রার্থী নাও থাকতে পারে। তবে আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

উপজেলা নির্বাচন অফিসার কাজী আবুবক্কর সিদ্দিক জানান, উপজেলা পর্যায় থেকে আমাদের যতটুকু করণীয় তা সম্পূর্ণ করা হয়েছে। নতুন নির্বাচন কমিশন নিয়োগ হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে তবে আশা করা যাচ্ছে যেহেতু সময় তেমন একটা বেশি নেই এমাসেই তফসিল ঘোষণা হতে পারে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

তিতাস জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামীলীগের একাধিক

আপডেট সময় ০৪:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল মার্চ মাসের যেকোন দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত নির্বাচনকে ঘিরে এলাকায় আওয়ামীলীগের একাধিক প্রার্থী গণসংযোগ ও দলীয় মনোনয়নের জন্য জোর লবিং অব্যাহত রাখলেও একক প্রার্থী নিয়ে বিএনপিতে অনেকটা স্বস্তি বিরাজ করছে। গত ৮ নভেম্বর এ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসাইন সরকার নির্মমভাবে খুন হলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ মনির হোসাইন সরকার বিনাপ্রতিদ্বদ্ধিতায় নির্বাচিন হন।

সরেজমিনে এলাকা ঘুরে জানা যায়, তিতাসের প্রবেশদ্বার খ্যাত রাজনীতি অঙ্গণে গুরুত্বপূর্ণ স্থান জিয়ারকান্দি। আসন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকলেও কে আওয়ামীলীগের টিকেট পাচ্ছে এনিয়ে চলছে আলোচনা সমালোচনা। গত ইউপি নির্বাচনে উক্ত ইউনিয়নের ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারলেও এবার ভোট দিতে পারবেন বলে অনেকে অভিমত ব্যক্ত করেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা হাঁকডাক দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

এদিকে সাবেক দুই মেয়াদের সফল চেয়ারম্যান, ক্লিন ইমেজ খ্যাত উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন আখন্দ বিএনপি থেকে মনোনয়ন পাচ্ছেন এমনটাই নিশ্চিত করেছেন তৃণমূলের নেতৃবৃন্দ। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এ চেয়ারম্যানের অনুসারীরা।

অপরদিকে এলাকায় গণসংযোগসহ দলীয় মনোনয়ন প্রত্যাশায় জোর লবিং চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ আলী আশরাফ, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজমল খান সরকার, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা গোলাম সারওয়ার সরকার ও বাদল মোল্লা। তবে আলীআশরাফ ও গোলাম সারওয়ার সমানতালে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে নেতৃকর্মীরা দাবি করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন সরকার বলেন, সাবেক জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, যেহেতু জিয়ারকান্দিতে আমার বাড়ি সেহেতু চেষ্টা করবো যাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিন ভূঁইয়া জানান, আনুষ্ঠানিকভাবে আমার কাছে কেউ যোগাযোগ করেনি। তবে যতটুকু জানি একাধিক প্রার্থী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছে। তফসিল ঘোষণা হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তাবের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

নামপ্রকাশে অনিচ্ছুক উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক এক নেতা জানান, যেহেতু আওয়ামীলীগ ও বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে সেখানে জাতীয়পার্টির কোন প্রার্থী নাও থাকতে পারে। তবে আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

উপজেলা নির্বাচন অফিসার কাজী আবুবক্কর সিদ্দিক জানান, উপজেলা পর্যায় থেকে আমাদের যতটুকু করণীয় তা সম্পূর্ণ করা হয়েছে। নতুন নির্বাচন কমিশন নিয়োগ হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে তবে আশা করা যাচ্ছে যেহেতু সময় তেমন একটা বেশি নেই এমাসেই তফসিল ঘোষণা হতে পারে।