জাতীয় ডেস্ক:
তিন মোটরসাইকেলে আগুন দেয়ার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৩ নেতাকে আট সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেয়।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
গত ১১ ডিসেম্বর বিকালে সুপ্রিম কোর্টের ফটকের বাইরে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে এ ঘটনায় মির্জা ফখরুলসহ ১৩৫ জনকে আসামি করে দুটি মামলা করে শাহবাগ থানা পুলিশ।