অন্তর্জাতিক:
তীব্র দাবদাহের জেরে জাপানে মারা গেলেন ১১ জন। এছাড়া অসুস্থ ৫,৬৬৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার জাপান সরকার প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানা গিয়েছে।
বর্ষার পরে জাপানের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা হু হু করে বাড়ছে। মাত্র এক সপ্তাহের মধ্যে গরমে কাহিল হয়ে হাসপাতালে রোগীর ভিড় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাঁদের মধ্যে ১১৯ জনের শারীরিক পরিস্থিতি এমনই যে, তিন সপ্তাহের আগে তাঁদের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।
দাবদাহে নিহত ১১ জনের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু দেখা দিয়েছে আইচি প্রিফেকচারে। এখানে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন। এছাড়া, ওসাকা ও টোকিও প্রিফেকচারে অসুস্থ হয়ে পড়েছেন যথাক্রমে ৩৮৮ ও ২৯৯ জন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে আরও চড়বে তাপমাত্রা। এর জেরে বাসিন্দাদের প্রচুর পরিমাণে তরল পান এবং যথা সম্ভব রোদের কম বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।