ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজ : কাল আবারও ভারত-বাংলাদেশ মুখোমুখি

খেলাধূলা ডেস্কঃ

শ্রীলংকায় নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি২০ সিরিজে আগামীকাল বুধবার ফিরতি পর্বে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে গত শনিবার শ্রীলংকাকে হারিয়ে টুর্ণামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা। এবার ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য মাহমুদুল্লা-মুশফিকের। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর শ্রীলংকাকে কাছে টেস্ট ও টি২০ সিরিজ হারে বাংলাদেশ। এমন দুঃস্মৃতি নিয়েই নিদাহাস ট্রফিতে খেলতে নামে বাংলাদেশ। এখানেও নিজেদের প্রথম ম্যাচে হোচট খায় টাইগাররা। ভারতের কাছে ৬ উইকেটে হারে তারা।

জয়ের জন্য ক্ষুধার্ত বাংলাদেশ, ঘুড়ে দাড়াতে সময় নেয়নি। পরের ম্যাচেই জয় তুলে নেয় মাহমুদুল্লাহ-মুশফিকরা। হাই-স্কোরিং ম্যাচে ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ৫ উইকেটে জয় পায় টাইগাররা। শ্রীলংকার ছুড়ে দেয়া ২১৫ রানের টার্গেট স্পর্শ করতে পারবে এমনটা ভাবেনি ক্রিকেট প্রেমিরা। কিন্তু তাদের ভুল ভেঙ্গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

শুরুতেই লিটন দাসের ঝড়ো ব্যাটিং সাহস দেয় বাংলাদেশকে। ৫টি ছক্কা ও ২টি চারে মাত্র ১৯ বলে ৪৩ রানের টনের্ডো ইনিংস খেলেন লিটন। কম যাননি আরেক ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। ২৯ বলে ৪৭ রান দলকে উপহার দেন তিনি। পাশাপাশি সৌম্য সরকারের ২২ বলে ২৪ রানে ম্যাচ জয়ের লড়াইয়ে থাকেবাংলাদেশ।

কিন্তু শেষেরদিকে অধিনায়ক মাহমুদুল্লাহ ২০ ও সাব্বির রহমান শুন্য রানে ফিরলে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। কিন্তু অন্যপ্রান্তে বাংলাদেশের স্বপ্ন ধরে রেখেছিলেন মুশফিক। শেষ পর্যন্ত বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রুপ দেন মুশফিকই। ৫টি চার ও ৪টি ছক্কায় মাত্র ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন মুশি। এতে বৃত্তের বেড়াজাল থেকে বেরিয়ে এসে বহু কাঙ্খিত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

দুর্দান্ত জয়ে ফাইনালে উঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে প্রাধান্য দিবে বাংলাদেশ বলে জানান লিটন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর লিটন বলেন, ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে আসি আমরা। তবে আমরা এখন পরের ম্যাচই নিয়ে ভাবছি।

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, এখন পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এমনকি ফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে তারা। শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিলো টিম ইন্ডিয়া। পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। আর গতকাল শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় রোহিত শর্মার দল।

লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই প্রথম দল হিসেবে ফাইনালে উঠবে ভারত। ফাইনালে উঠার কাজটি শেষ ম্যাচেই সম্পন্ন করতে চায় ভারত। শ্রীলংকার বিপক্ষে জয়ের পর এমনটাই বললেন ম্যাচ সেরা ভারতের শারদুল ঠাকুর, ‘এখন পয়েন্ট টেবিলে আমরা সবার উপরে। শেষ ম্যাচে জিতলে আমাদের ফাইনাল নিশ্চিত হবে। এই সুযোগ পরের ম্যাচেই কাজে লাগাতে চাই আমরা।’

বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল ইসলাম অপু।

ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, দিপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শংকর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকট, মোহাম্মদ সিরাজ ও ঋসভ পান্থ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

ত্রিদেশীয় সিরিজ : কাল আবারও ভারত-বাংলাদেশ মুখোমুখি

আপডেট সময় ০১:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
খেলাধূলা ডেস্কঃ

শ্রীলংকায় নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি২০ সিরিজে আগামীকাল বুধবার ফিরতি পর্বে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে গত শনিবার শ্রীলংকাকে হারিয়ে টুর্ণামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা। এবার ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য মাহমুদুল্লা-মুশফিকের। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর শ্রীলংকাকে কাছে টেস্ট ও টি২০ সিরিজ হারে বাংলাদেশ। এমন দুঃস্মৃতি নিয়েই নিদাহাস ট্রফিতে খেলতে নামে বাংলাদেশ। এখানেও নিজেদের প্রথম ম্যাচে হোচট খায় টাইগাররা। ভারতের কাছে ৬ উইকেটে হারে তারা।

জয়ের জন্য ক্ষুধার্ত বাংলাদেশ, ঘুড়ে দাড়াতে সময় নেয়নি। পরের ম্যাচেই জয় তুলে নেয় মাহমুদুল্লাহ-মুশফিকরা। হাই-স্কোরিং ম্যাচে ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ৫ উইকেটে জয় পায় টাইগাররা। শ্রীলংকার ছুড়ে দেয়া ২১৫ রানের টার্গেট স্পর্শ করতে পারবে এমনটা ভাবেনি ক্রিকেট প্রেমিরা। কিন্তু তাদের ভুল ভেঙ্গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

শুরুতেই লিটন দাসের ঝড়ো ব্যাটিং সাহস দেয় বাংলাদেশকে। ৫টি ছক্কা ও ২টি চারে মাত্র ১৯ বলে ৪৩ রানের টনের্ডো ইনিংস খেলেন লিটন। কম যাননি আরেক ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। ২৯ বলে ৪৭ রান দলকে উপহার দেন তিনি। পাশাপাশি সৌম্য সরকারের ২২ বলে ২৪ রানে ম্যাচ জয়ের লড়াইয়ে থাকেবাংলাদেশ।

কিন্তু শেষেরদিকে অধিনায়ক মাহমুদুল্লাহ ২০ ও সাব্বির রহমান শুন্য রানে ফিরলে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। কিন্তু অন্যপ্রান্তে বাংলাদেশের স্বপ্ন ধরে রেখেছিলেন মুশফিক। শেষ পর্যন্ত বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রুপ দেন মুশফিকই। ৫টি চার ও ৪টি ছক্কায় মাত্র ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন মুশি। এতে বৃত্তের বেড়াজাল থেকে বেরিয়ে এসে বহু কাঙ্খিত জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

দুর্দান্ত জয়ে ফাইনালে উঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে প্রাধান্য দিবে বাংলাদেশ বলে জানান লিটন। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর লিটন বলেন, ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টে খেলতে আসি আমরা। তবে আমরা এখন পরের ম্যাচই নিয়ে ভাবছি।

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, এখন পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। এমনকি ফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে রয়েছে তারা। শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিলো টিম ইন্ডিয়া। পরের ম্যাচে বাংলাদেশকে হারায় তারা। আর গতকাল শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় রোহিত শর্মার দল।

লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই প্রথম দল হিসেবে ফাইনালে উঠবে ভারত। ফাইনালে উঠার কাজটি শেষ ম্যাচেই সম্পন্ন করতে চায় ভারত। শ্রীলংকার বিপক্ষে জয়ের পর এমনটাই বললেন ম্যাচ সেরা ভারতের শারদুল ঠাকুর, ‘এখন পয়েন্ট টেবিলে আমরা সবার উপরে। শেষ ম্যাচে জিতলে আমাদের ফাইনাল নিশ্চিত হবে। এই সুযোগ পরের ম্যাচেই কাজে লাগাতে চাই আমরা।’

বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল ইসলাম অপু।

ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মানিশ পান্ডে, দিনেশ কার্তিক, দিপক হুদা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, বিজয় শংকর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকট, মোহাম্মদ সিরাজ ও ঋসভ পান্থ।