খেলাধূলা ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের স্কোরলাইন এখন ১-১। আগামী ২৮ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারক হয়ে গেল।
প্রিটোরিয়ায় ২৩৯ রানের টার্গেটটা সহজ ছিল না বাংলাদেশের জন্য। তবে ব্যাটারদের সম্মিলিত প্রয়াসে ৪৮.৪ ওভারে ৬ উইকেটে ২৪০ রান তুলে দুর্দান্ত জয় নিশ্চিত করে বাংলাদেশ। ছোট ছোট কিন্তু বেশ কার্যকর জুটিতে এগিয়েছে বাংলাদেশের রান তাড়ার মিশন। মুর্শিদা খাতুন ৪৮, শায়লা শারমিন ৩১, রীতু মনি ৪২, ফাহিমা খাতুন ২০ রান করেন। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৪ বলে অপরাজিত ২৯, সোবহানা মোস্তরির ১৮ বলে অপরাজিত ২৯ রানে জয় তুলে নেয় বাংলাদেশ ইমার্জিং দল।
এর আগে খাদিজাতুল কোবরার ঘূর্ণি তোপে পড়া দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ২৩৮ রান তুলেছিল। সিয়ারলি ৯৬, ব্রিটস ৪৫, চেট্টি ৫৬ রান করেন। ৪২ রানে চারটি উইকেট নেয়া খাদিজাতুল কোবরা ম্যাচ সেরা হন।