বিশেষ প্রতিনিধি, কুমিল্লাঃ
কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার পুটিয়া মিল্লাদ মৎস্য প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
দাউদকান্দি গৌরীপুর তদন্ত কেন্দ্রের এসআই মো. অতিকুর রহমান বলেন, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার পুটিয়া মিল্লাদ মৎস্য প্রকল্পে একটি লাশ ভেসে ওঠতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়।