দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত গাড়িতে চারটি ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদনগরের নিকট রয়েল পরিবহনের একটি বাস থেকে চারটি ককটেলসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শাহবুদ্দিন (৩২)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলা সদরের ছিদ্দিুকুর রহমানের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী পরিদর্শক অচিন্ত্য কুমার জানান, রয়েল পরিবহনের একটি বাস কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর ব্র্যাক অফিসের কাছে হাইওয়ে পুলিশের একটি টহল দল বাসটি থামানোর জন্য সংকেত দেয়। বাসটি থামানোর পর এতে তল্লাশিকালে যাত্রী শাহবুদ্দিনের আসনের নিচে চারটি ককটেল সদৃশ্য বস্তু দেখে তাকে আটক করা হয়। এ সময় আসনের নিচ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। আটক শাহবুদ্দিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “আমার টহল পুলিশ বাসটি তল্লাশিকালে ককটেলসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের থানায় রাখা হয়েছে। ” কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, “আমাদের নিয়মিত টহলদল তল্লাশিকালে চারটি ককটেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এর পেছনে অন্য কোনও রহস্য আছে কিনা- তা তদন্ত করে দেখা হচ্ছে। “