মো: মাসুদ রানা, স্টাফ রির্পোটারঃ
কুমিল্লার দাউদকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাউতারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৭) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগরে আব্দুছ ছাত্তারের ছেলে মোহাম্মদ আলী (২৫)। তারা দুইজনেই সামিট গ্রুপের কর্মচারী।
দাউদকান্দি থানার ওসি আব্দুস ছালাম জানান, দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের খুঁটিতে সামিট গ্রুপ কোম্পানির ফাইভার অপটিকের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তারা নিহত হন।