দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুবুল আলম সবুজকে গুলি করার অভিযোগে বৃহস্পতিবার রাতে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ মোকাররম নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে তিতাস উপজেলার সাইফুর নামক এক যুবককেও আটক করা হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রনজন কুমার ঘোষ জানান, সবুজের সঙ্গে দীর্ঘদিন যাবত মোকাররমের ব্যক্তিগত শত্রুতা চলছিল এবং গতকাল ঘটনার দিনেও তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়। এরই এক পর্যায়ে মোকাররম ক্ষুব্ধ হয়ে সবুজকে গুলি করে।