ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দাউদকান্দিতে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে প্রায় ৩ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়সালের নেতৃত্বে বাখরাবাদ গ্যাস ডিট্রিবিউশন কোম্পানির লিমিটেড এর উপ-ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মোঃ রবিউল হক, উপ-ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার উল্লেখিত এলাকার প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর ও কুশিয়ারাসহ কয়েকটি গ্রামে চার বছর আগে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে নকল বিল বই দেয় গ্রাহকদের। প্রায় ১ হাজার গ্রাহককে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে জনপ্রতি ৮০ থেকে ৯০ হাজার টাকা করে হাতিয়ে নেয় স্থানীয় প্রভাবশালী ও কথিত ঠিকাদার। যারা সিন্ডিকেট করে বৈধ গ্যাস সংযোগ দিবে বলে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান ভূক্তভোগী গ্রাহকরা। উপজেলার গৌরীপুর ও জিংলাতুলি ইউনিয়নে বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা, ওই এলাকায় অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে কর্তৃপক্ষ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম ফয়সাল জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত

দাউদকান্দিতে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৩:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে প্রায় ৩ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়সালের নেতৃত্বে বাখরাবাদ গ্যাস ডিট্রিবিউশন কোম্পানির লিমিটেড এর উপ-ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মোঃ রবিউল হক, উপ-ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার উল্লেখিত এলাকার প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর ও কুশিয়ারাসহ কয়েকটি গ্রামে চার বছর আগে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে নকল বিল বই দেয় গ্রাহকদের। প্রায় ১ হাজার গ্রাহককে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে জনপ্রতি ৮০ থেকে ৯০ হাজার টাকা করে হাতিয়ে নেয় স্থানীয় প্রভাবশালী ও কথিত ঠিকাদার। যারা সিন্ডিকেট করে বৈধ গ্যাস সংযোগ দিবে বলে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান ভূক্তভোগী গ্রাহকরা। উপজেলার গৌরীপুর ও জিংলাতুলি ইউনিয়নে বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা, ওই এলাকায় অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে কর্তৃপক্ষ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম ফয়সাল জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।