দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি প্রেসক্লাবের সেক্রেটারি ও ভোরের কাগজ দাউদকান্দি প্রতিনিধি মো. জাকির হোসেন হাজারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের প্রেসক্লাব সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গতকাল রবিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র সংবাদ পাঠানোর সময় গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ ৩-৪ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক জাকির হোসেন হাজারীর ওপর অতর্কিতে হামলায় চালায়। এ সময় তথ্যসেবা কেন্দ্রের মালিক রুবেল ও ব্যবসায়ী রিপন সওদাগর তাকে রক্ষা করতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। গুরুতর অবস্থায় জাকির হোসেন হাজারীকে রাতেই গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর আবদুর ঢালী, কালের কণ্ঠের ওমর ফারুক মিয়াজী, নয়া দিগন্তের মো. হানিফ খান, জনকণ্ঠের শামীম রায়হান, আমাদের সময়ের মো. আলী শাহিন, কলামিস্ট আলী আশরাফ খান, মোহনা টিভির সৈয়দ শরীফুল ইসলাম, মাই টিভির মো. জিল্লুর, মানবকণ্ঠের শহীদ উল্লাহ সাদা, বাংলাদেশ সময়ের আবদুস সালাম, আমাদের অর্থনীতির মোশায়ারা জলি, কুমিল্লার কাগজের আলমগীর হোসেন প্রমুখ।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া বলেন, “সাংবাদিককের ওপর হামলায় একটি মামলা নেওয়া হয়েছে।”