মো: দেলোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
রোজ রবিবার, ২৮ জুন ২০১৫ ইং (মুরাদনগর বার্তা ডটকম):
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার পেন্নাই এলাকায় ঢাকা-চট্রগ্রাাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও চারজন।
নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে আব্দুল করিম(২৮) ও আবুল কালাম(২২)।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: রফিকুল ইসলাম জানায়, সকাল সাড়ে ৬টার দিকে পেন্নাই এলাকায় মহাসড়কে ঢাকাগামী একটি কার্ভাডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী দুই ভাই করিম ও কালাম ঘটনাস্থলেই মারা যায় এবং চালকসহ চারজন আহত হয়।
তিনি জানান, আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। লাশ ও দুঘর্টনা কবলিত গাড়ি দুটি দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।