দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর, হাসানপুর ও দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫০০ অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট চলে গেলে গ্রাহকরা একযোগ হয়ে অভিযান পরিচালনাকরাীদেরকে ধাওয়া দিলে তারা অভিযান বন্ধ করে দেয় ।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দাউদকান্দিতে বিভিন্ন গ্রামে ১২ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন রয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার মোহাম্মদপুর, হাসানপুর ও দৌলতপুর গ্রামে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট পুলিশের উপস্থিতিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট চলে গেলে তিন গ্রামবাসী এক হয়ে তাদেরকে ধাওয়া করলে তা বন্ধ হয়ে যায়।
দুস্কৃতিকারিরা গ্রাহকদের কাছ থেকে চুলা প্রতি ৭০/৮০ হাজার টাকা নিয়ে অবৈধ লাইন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট অরবিন্দ বিশ্বাস বলেন, অভিযানকালে বাখরাবাদ গ্যাস এর ডিজিএম হেলাল উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।