ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ৮টি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে ২০ দলীয় জোট নেতাকর্মীরা।
এদিকে, একই এলাকায় উত্তর জেলা ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় ২০ দলীয় জোট নেতাকর্মীরা অবরোধ পালন করছিলেন। এসময় ওই এলাকার সড়ক দিয়ে যাতায়াতের সময় ইট-পাটকেল নিক্ষেপ করে তারা ৮টি ট্রাক ও একটি অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, আমরা মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ পালন করছিলাম। পুলিশ এসময় ছাত্রদল নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ব্যাপারে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই।