দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
আজ ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়নগঞ্জের কাঁচপুর পর্যন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ১৩ হাজার গাড়ি মহাসড়কের ওপর দিয়ে পার হওয়া, মেঘনা সেতু এলাকায় ধীর গতিতে গাড়ি পারাপারের কারণে যানজটের তীব্রতা বেড়েছে। মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের কাছে মহাসড়ক সংস্কারের কাজ এবং তিনদিনের টানা ছুটিতে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি।’
তিনি জানান, ‘বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দাউদকান্দি অংশে যানজট মুক্ত করা গেলেও গজারিয়া থেকে কাঁচপুর পর্যন্ত যানজট লেগেই আছে।’
যানজটের কবলে পড়ে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহানও আটকা পড়েছে যানজটে। অনেকে খুব সকালে রওনা হওয়ায় অভুক্ত অবস্থাতেই পার করছেন সময়। শিশু ও বয়স্কদের জন্য খুবই পীড়াদায়ক হচ্ছে এই যানজট।