বিনোদন :
দু’জনই ব্যস্ত! কিন্তু বিশেষ দিনে একসঙ্গে থাকবেন না তা কী করে হয়! ১ বছর আগে ১৪ নভেম্বর ইতালির লোক কোমোতে দীপিকা পাডুকোন-রণবীর সিং সাতপাকে বাঁধা পড়েন। এই বাঁধন যাতে জন্ম-জন্মান্তর থাকে সেই প্রার্থনা নিয়েই দীপিকা-রণবীর প্রথম বিবাহবার্ষিকীর সকালে পৌঁছেন তিরুপতি মন্দিরে।
বিবাহবার্ষিকীতে দীপিকা কনের সাজে সাজেন। লাল কাঞ্জিভরম, ভারি গয়না, ঘাড়ের কাছে হাতখোপা আর সিঁথিতে জ্বলজ্বলে লাল সিঁদুর। রণবীর মানানসই কুর্তা-পাজামা, ব্রোকেডের জ্যাকেট আর গলায় গোলাপি উত্তরীয় পরেন। ভক্তদের প্রতীক্ষা তাদের ছবির ঝলক দেখতে। সেই প্রত্যাশা পূরণ করতেই অবশেষে সামনে আসেন দুই তারকা।
দীপিকা-রণবীরকে একবার চোখের দেখা দেখতে মন্দিরের বাইরে অপেক্ষায় ছিলেন ভক্তরা। পূজো সেরে বাইরে আসতেই তাদের ভালোবাসায় আপ্লুত দম্পতি। হাসিমুখে তাদের সামনে এসে দাঁড়ান তারা।
বিশেষ দিন স্মরণীয় করতে দীপিকা-রণবীরের সঙ্গে ছিল তাদের পরিবার। এরপর সবাই অমৃতসরের স্বর্ণমন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন।
এই মুহূর্তে দীপিকা-রণবীর চূড়ান্ত ব্যস্ত। একাধিক ছবির কাজ তাদের হাতে রয়েছে। তবে সেসব সরিয়ে আপাতত তারা সপরিবারে আনন্দে মেতেছেন। এই দিনেই যে চারহাত এক হয়েছিল, ভোলেন কী করে!