ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুই বুশের মাঝে লুকালেন বিল ক্লিনটন

প্রবাস ডেস্কঃ
একপাশে দাড়িয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, আর অন্যপাশে তার বাবা আরেক সাবেক প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশ। ঠিক এই দুই বুশের মাঝে লুকিয়ে আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ড বিল ক্লিন্টন! শুধু লুকিয়েই ক্ষান্ত হননি, জর্জ বুশকে ধরে উঁকিও মারছেন!
বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ স্কলারস গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন কাণ্ড করে বসলেন বিল ক্লিনটন। সাবেক দুই প্রেসিডেন্ট পিতা-পুত্রের মাঝে লুকিয়ে থেকে তোলা বিল ক্লিনটনের ছবিটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এভাবে দুই বুশের মূর্তির সাথে ছবি তোলার আসল কারণ নেয়ায়েত মজা করা। মজার বিষয় হলো, মূর্তি দুটির উচ্চতা বিল ক্লিনটনের থেকে ঢের বেশি। তাই ছবির ক্যাপশনে বিল ক্লিনটন লিখে দিয়েছেন, ‘নোট: মাপতে যাবেন না।’ পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ছবিটিতে অর্ধলক্ষাধিক লাইক পড়েছে।
রিটুইট হয়েছে দশ হাজারের বেশি বার। ছবিতে দেখা যাচ্ছে, প্রথমে জর্জ ডব্লিউ বুশ, তার ঠিক পেছনে বিল ক্লিনটন আর সব শেষে এইচ ডব্লিউ বুশ। ঘটনাচক্রে তিন জনের ক্ষমতায় থাকার মেয়াদও ছিল ছবির সিরিয়াল অনুযায়ী। এবিসি সেভেন।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

দুই বুশের মাঝে লুকালেন বিল ক্লিনটন

আপডেট সময় ০৭:০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
প্রবাস ডেস্কঃ
একপাশে দাড়িয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, আর অন্যপাশে তার বাবা আরেক সাবেক প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশ। ঠিক এই দুই বুশের মাঝে লুকিয়ে আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ড বিল ক্লিন্টন! শুধু লুকিয়েই ক্ষান্ত হননি, জর্জ বুশকে ধরে উঁকিও মারছেন!
বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ স্কলারস গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন কাণ্ড করে বসলেন বিল ক্লিনটন। সাবেক দুই প্রেসিডেন্ট পিতা-পুত্রের মাঝে লুকিয়ে থেকে তোলা বিল ক্লিনটনের ছবিটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এভাবে দুই বুশের মূর্তির সাথে ছবি তোলার আসল কারণ নেয়ায়েত মজা করা। মজার বিষয় হলো, মূর্তি দুটির উচ্চতা বিল ক্লিনটনের থেকে ঢের বেশি। তাই ছবির ক্যাপশনে বিল ক্লিনটন লিখে দিয়েছেন, ‘নোট: মাপতে যাবেন না।’ পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ছবিটিতে অর্ধলক্ষাধিক লাইক পড়েছে।
রিটুইট হয়েছে দশ হাজারের বেশি বার। ছবিতে দেখা যাচ্ছে, প্রথমে জর্জ ডব্লিউ বুশ, তার ঠিক পেছনে বিল ক্লিনটন আর সব শেষে এইচ ডব্লিউ বুশ। ঘটনাচক্রে তিন জনের ক্ষমতায় থাকার মেয়াদও ছিল ছবির সিরিয়াল অনুযায়ী। এবিসি সেভেন।