বিনোদন ডেস্ক:
নতুন বছরকে স্বাগত জানাতে দুই মেয়েকে নিয়ে নাচলেন মিস ইউনিভার্স খেতাব জয়ী ভারতের অভিনেত্রী সুস্মিতা সেন। মেয়েদেরকে নিয়ে তার এই নাচ দেখেছে ১২ লাখের বেশি মানুষ। ২০২০ সালকে স্বাগত জানিয়ে পোস্টটি করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজ পরিবারকে নিয়ে ছবি দেন সুস্মিতা। ২০২০ সালকে স্বাগত জানিয়ে ইনস্টগ্রামে তার দেয়া ভিডিওতে দেখা যায় দুই মেয়ে নিয়ে প্রচণ্ড নেচে কুঁদে বছরটা শুরু করছেন তিনি। নাচের সেই ভিডিও সোশ্যালে আসতেই মারাত্মক হিট সেন পরিবার। বরাবরই নাচে সুনাম আছেন সুস্মিতার। সেই সঙ্গে রীতিমতো তাল মিলিয়ে নাচল দুই মেয়ে রেনে আর আলিশা।
নেটিজেনদের পছন্দের তালিকায় বেশ ওপরে রয়েছেন সুস্মিতা। বিশেষত পরিবারের সঙ্গে তার কাটানো সময়গুলো দারুণ পছন্দ ভক্তদের। তাই নাচের ভিডিও সোশ্যালে আসতেই সবাই কমেন্টস, ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবারকে।
সুস্মিতা সেন ১৯৯৮ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন। তার আগে ১৯৯৪ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন তিনি। অভিনয় জগতে তার যাত্রা শুরু ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মধ্য দিয়ে। এনডিটিভি।