মুরাদনগর বার্তা ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের ৭০ ভাগ সম্পদ দুর্নীতিবাজরা কুক্ষিগত করছে। দেশের সকল সেক্টরে দুর্নীতি মারাত্মক আকার ধারণ করছে। দেশের সম্পদ রক্ষায় সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও কালো টাকা সাদা করার প্রবণতা রুখে দিতে হবে। নির্বাচনে ভাল মানুষগুলোকে নির্বাচিত করতে হবে। তাহলে দেশের সম্পদ লুটেপুটে খাবে না। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
পীর সাহেব চরমোনাই সোমবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে বাঙ্গরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
হাজী শুক্কুর আলী বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক ফারুকী, বিভাগীয় ইমাম কাম-অডিটর মাওলানা হাফেজ আহমদ, ইমাম-কাম অডিটর মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মানসুরুল হক, মাওলানা আবু রায়হান ও মাওলানা রহমত উল্লাহ।
অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।
মুফতি ফয়জুল করীম বলেন, নৈতিকতা বিবর্জিত জাতিকে ইসলামের সুমহান আদর্শে ফিরিয়ে আনতে হলে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি বলেন, আত্মশুদ্ধি না থাকায় মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই জননিরাপত্তা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা সম্ভব। রাসূল সা.এর আদর্শ অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে মানুষ জ্বলেপুড়ে ছাই হচ্ছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রাসূল সা.-এর অনুপম আদর্শের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে।