ফয়সাল, আহমেদ,বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রশাসনে,দলে,ঘর-বাহির যেখানেই দূর্নীতি হবে,সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।দেশ ও দশকে এগিয়ে নিতে হলে আগে সবাইকে স্ব স্ব ক্ষেত্রে দূর্ণীতিমুক্ত রাখতে হবে।আর সেটা করতে পারলেই ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধার আত্বা শান্তি পাবে।স্বাধীনতা সার্থক হবে’
শনিবার সকালে আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান নামক সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যা. এবি তাজুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর,মিন্টু রঞ্জন সাহা,উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম ভূইয়া বকুল,ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভ’ইয়া হাসান প্রমূখ।