স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে এলাহাবাদ আওয়ামী লীগের আহবায়ক কমিটির গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ৬৫ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম ভূইয়াকে আহবায়ক মোঃ শাহজাহানক মোঃ শরিফুল ইসলাম, মোঃ জামাল হোসেন সরকার,মোঃআবুল বাশার বাসুকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়েছে। দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী স্বাক্ষরিত এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করে কাউন্সিলর তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। ৬৫ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিকে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজন প্রস্তুতির জন্য নির্দেশ প্রদান করা হয়।
নির্বাহী সদস্য হলেন সিদ্দিকুর রহমান ভূঁইয়া এলাহাবাদ, আব্দুল আলিম এলাহাবাদ, সাজেদা আক্তার মায়া মোহাম্মদপুর, এজাজ মাহমুদ মোহাম্মদপুর, কবির ইকবাল খান ছোটন বামনিসাইর, মনিরুজ্জামান রিপন, বামনিসাইর সিরাজুল ইসলাম সরকার মোহাম্মদপুর,সহ ৬৫ বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন
উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক গতিশীল করার লক্ষ্য দেবিদ্বার উপজেলা অন্তর্গত এলাহাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের ৬৫ বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।