শাহীন আলম, দেবিদ্বার(কুমিল্লা) প্রতিনিধিঃ
বন্যাদুর্গত অঞ্চল জামালপুরের বিভিন্ন উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে ত্রাণবাহী ট্রাক নিয়ে যাত্রা শুরু করেন দেবিদ্বার উপজেলার ৫ সাংবাদিকের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে দেবিদ্বার নিউমার্কেট চত্বর থেকে ত্রাণবাহী ট্রাক নিয়ে যাত্রা শুরু করেন ওই ৫ সাংবাদিক।
দেবিদ্বার উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় গত এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন ওই ৫ সাংবাদিক। সাংবাদিক প্রতিনিধি দলে রয়েছেন দৈনিক আমার সংবাদ দেবিদ্বার উপজেলা প্রতিনিধি শাহীন আলম, দৈনিক মানব জমিন ও চ্যানেল এস টিভির উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক আলোকিত সময় প্রতিনিধি মো. নাছির উদ্দিন, ইত্তেফাক প্রতিনিধি ইকবাল হোসেন রুবেল ও দৈনিক মুক্ত খবর প্রতিনিধি ও মানবাধিকার কর্মী মো.আরিফুল ইসলাম।
গত ১৯ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা এক সপ্তাহে উপজেলার বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী সংগ্রহ চলে। প্রথমেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করে ত্রাণের জন্য নগদ অর্থ সংগ্রহ কার্যক্রম। পরে ত্রাণ সংগ্রহকারী পিকআপেও ভয়েস রেকর্ডের মাধ্যমে চলে বিভিন্ন ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ। এ ত্রাণ সংগ্রহে বিপুল অর্থ পাঠিয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরাও।
ত্রাণ বিতরণ কর্মসূচী সফলভাবে পরিচালনা ও বিভিন্ন সময়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন দেবিদ্বার-বি-পাড়া (সার্কেল) সহকারি পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলার প্রতিটি হসপিটাল, দোকান-পাট, শপিং মল, চিকিসৎক পরিবারসহ ব্যবসায়ী, রাজনৈতিক ও উপজেলা সর্বস্তরের মানুষ বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে এগিয়ে এসেছেন এ মানবিক কাজে।
উল্লেখ্য, এ ত্রাণ কর্মসূচীতে ৫শ পরিবারের জন্য ১ সপ্তাহের খাবার পরিমাণে প্রস্তুত করা হয়েছে ৫শ প্যাকেট। প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিড়া, বিস্কিট, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরেণ ট্যাবলেট ও বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের কাপড়। অন্যদিকে বিনামূল্যে ঔষধ বিতরণসহ ২জন এমবিবিএস ডাক্তার দ্বারা গঠন করা হয়েছে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্প। এ ত্রাণ সংগ্রহ কর্মসূচী বাস্তবায়নে পরামর্শ, অনুপ্রেরণা জন্য উপজেলা ও থানা প্রশাসন এবং সর্বস্তরের মানুষ’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই ৫ সাংবাদিক।