দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আজ রবিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১০টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মহরম আলীর বাড়ির রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে আগুন বাড়ির আরও ১২টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে ওই বাড়ির শামসুল হক, আ. কুদ্দুস, আবদুল খালেক, সহিদ মিয়া ও আবু জাহেরসহ অন্যান্যদের ১২টি ঘর আগুনে পুড়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার এম এ সালাম ও ইউপি সদস্য এরশাদ মিয়া জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসন থেকে অবহিত করা হয়েছে।
বিকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা জানান, ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির তালিকা পাওয়ার পর সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।