দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা দেবিদ্বার উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মাসুদ রানা (২৪) নামের এক যুবকের দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে উপজেলার ভিংলাবাড়ীর রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।
কারাদন্ড প্রাপ্ত যুবক সোহেল রানা (২৪) উপজেলার বিনাইপাড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সেহেল আনেক দিন থেকে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করে আসছিল। এমন একটি অভিযোগ ছাত্রীর অভিভাবকরা থানা অভিযোগ করেন। বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ী ফেরার পথে স্কুল ছাত্রীকে ভিংলাবাড়ী রাস্তার মোড়ে ইভটিজিং করছে এম সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনার স্থলে অভিযান চালিয়ে ইভটিজিং করা সময় মাসুদ রানাকে আটককরে তানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হস্তান্ত করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনোয়ার-উল-হালিম তাকে দুই মাসের বিনাশ্রমে কারাদন্ড প্রধান করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনোয়ার-উল-হালিম জানান, ইভটিজিং করার অভিযোগে পেনাল কোড আইনে আসামী সোহেল রানাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।