দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দেবিদ্বারে করোনার উপসর্গ নিয়ে দুলাল ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক উম্মে ফাতেমা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাত ১১টার দিকে ওই কলেজছাত্রের বাড়িসহ আশপাশে কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ কবীর। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ারসহ একদল পুলিশ সদস্য।
দুলাল ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার পুত্র। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি দেবিদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডের ব্যবসা পরিচালনা করতেন। ওই ছাত্রের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ কবীর।
ডা. উম্মে ফাতেমা জানান, দুলাল ভূঁইয়া দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন এবং কিছুদিন ধরে তার জ্বর, সর্দি ছিল। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।