আরিফুল ইসলামঃ
কুমিল্লা দেবিদ্বারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ৭ কেজি গাঁজা চালান করা সময় ফিরোজ মিয়া ( ৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সে ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালিকাপুর সিএনজি ষ্ট্যান্ডে দেবিদ্বার থানা পুলিশ অভিযান চালিযে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, বি-পাড়া থেকে কালিকাপুর হয়ে ঢাকায় একটি মাদকের চালান যাবে এম গোপন সংবাদের বিত্তিতে দেবিদ্বার থানার এসআই মো: সাজ্জাদ হেসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কালিকাপুর সিএনজি ষ্ট্যান্ডে গিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশী চালায়। তল্লাশী করার সময় একজন ব্যক্তি একটি গ্যাস সিলিন্ডার বোতল নিয়ে দ্রুত হেঁটে যাওয়ার সময় পুলিশ তাকে সন্দেহবাজন হিসেবে তল্লাসী করে। গ্যাস সিলিন্ডারের মধ্যে ১৪ টি পলিথিনের প্যাকেটে ৭ কেজি গাঁজা উদ্ধার করে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্যাস সিলিন্ডারের নিচের দিকের লোহার পাত খুলে গাঁজা উদ্ধার করে। তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জান, আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।