সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে তিন শতাধিক এতিম ও অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার নবীপুর এলাকায় গোপালনগর আদর্শ সমাজ কল্যান পরিষদের উদ্যোগে এ খাদ্য সামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হোসাইন আহমাদ, সহ-সভাপতি- সোহাগ সরকার, বদিউল আলম বাদল মাষ্টার, নজরুল ইসলাম মাষ্টার, খোকন বিন আহমেদ, রামিম মুন্সী, আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী হাছান আহমাদ, সদস্য সাইফুল ইসলাম টুটন,মোশাররফ হোসেন সোহাগ, হাবিবুল বাশার, অলিউল্লাহ,সারোয়ার হোসেন পিয়াস, আবিদ সরকার, উজ্জল সরকার, মোহাম্মদ হোসেন, মাসুদ মুন্সী, মাজেদুল ইসলাম জিহান,আব্দুল কাইয়ুম প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দরা জানায়, ঈদের পরের দিন দুটি গরু জবাই করে এই এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।