ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেবিদ্বারে দুই প্রার্থীর সংঘর্ষ, প্রাণ গেলো নৌকা সমর্থকের

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সুরুজ মিয়া (৫০) নামের নৌকার এক সমর্থক মারা গেছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সুরুজ মিয়ার মৃত্যু নিয়ে দুই প্রার্থীই পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন বুধবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার সমর্থক হালিম সরকার ও আবু তাহেরসহ অন্যান্যরা রাতে প্রচারণাকালে নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে তার ৪/৫ জন সমর্থক আহত হয়। তিনি আরও বলেন, বৃদ্ধ সুরুজ মিয়া ঘটনার অনেক পর বাড়িতে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা মারা গেছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে  হয়রানি করতে ওই বৃদ্ধের মৃত্যুর দায় চাপানো হচ্ছে তার সমর্থকদের ওপর। 

এদিকে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মো. কবির হোসেন বলেন, রাতে প্রচারণাকালে ইউসুফ গ্রামে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুনের সমর্থকরা হঠাৎ তাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ তার ৪ কর্মী আহত হন। এ সময় ঘটনাস্থলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুরুজ মিয়া নামের তার এক সমর্থক। এ সময় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিন বিকালে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নিহত সুরুজ মিয়া কি কারণে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর ১২ সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

দেবিদ্বারে দুই প্রার্থীর সংঘর্ষ, প্রাণ গেলো নৌকা সমর্থকের

আপডেট সময় ০৪:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে সুরুজ মিয়া (৫০) নামের নৌকার এক সমর্থক মারা গেছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইউসুফপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সুরুজ মিয়ার মৃত্যু নিয়ে দুই প্রার্থীই পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুন বুধবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার সমর্থক হালিম সরকার ও আবু তাহেরসহ অন্যান্যরা রাতে প্রচারণাকালে নৌকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে তার ৪/৫ জন সমর্থক আহত হয়। তিনি আরও বলেন, বৃদ্ধ সুরুজ মিয়া ঘটনার অনেক পর বাড়িতে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা মারা গেছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে  হয়রানি করতে ওই বৃদ্ধের মৃত্যুর দায় চাপানো হচ্ছে তার সমর্থকদের ওপর। 

এদিকে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী মো. কবির হোসেন বলেন, রাতে প্রচারণাকালে ইউসুফ গ্রামে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল হক মামুনের সমর্থকরা হঠাৎ তাদের উপর হামলা চালায়। এতে তিনিসহ তার ৪ কর্মী আহত হন। এ সময় ঘটনাস্থলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুরুজ মিয়া নামের তার এক সমর্থক। এ সময় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিন বিকালে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নিহত সুরুজ মিয়া কি কারণে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর ১২ সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।