ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেবিদ্বারে নারীর মরদেহ উদ্ধার

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় পৌরসভার গোমতী আবাসিক (বানিয়াপাড়া) এলাকার সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাজী মো. আবদুল ওয়াহেদ’র মালিকানাধীন বাড়ি ‘পুষ্পকুঞ্জ’র ৪র্থ তলার পূর্বপাশের ফ্ল্যাট থেকে খয়েরি রঙয়ের বোরকা পরিহিত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ফ্যানের সাথে ঝুলানো একটি সাদা ওড়নাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এর আগে ফ্ল্যাটটি বাহির থেকে তালাবদ্ধ ছিলো বলে জানায় পুলিশ ও বাড়ির মালিক। বাড়ির মালিকের মেয়ে ইউপি সদস্য মোসা. জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার ইফতারের পর ৪র্থ তলা থেকে মরদেহের দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।

বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, চলতি মাসে ১৮ তারিখ স্বামী-স্ত্রী ও একটি কন্যা সন্তানসহ একটি পরিবার ৪র্থ তলার এ ফ্ল্যাটটি ভাড়া নেয়। ভাড়া নেয়ার সময় (ভোটার) এনআইডি কার্ড চাওয়ায় একটি এনআইডি কার্ড দেখিয়ে বলে এটি ফটোকপি করে এনে দিবে। পরে ২০ এপ্রিল পুনরায় (ভোটার) এনআইডি কার্ড চাওয়ায় বিকালে দিবে বলেন জানান ওই নারীর স্বামী। পরে বিকাল থেকেই তাদের ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখতে পাই। তারা কৌশলে নাম পরিচয় গোপন রাখে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী কোন পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিভিন্ন আলামত সংগ্রহ করেছি, মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনার রহস্য জানা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক

দেবিদ্বারে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় পৌরসভার গোমতী আবাসিক (বানিয়াপাড়া) এলাকার সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাজী মো. আবদুল ওয়াহেদ’র মালিকানাধীন বাড়ি ‘পুষ্পকুঞ্জ’র ৪র্থ তলার পূর্বপাশের ফ্ল্যাট থেকে খয়েরি রঙয়ের বোরকা পরিহিত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ফ্যানের সাথে ঝুলানো একটি সাদা ওড়নাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এর আগে ফ্ল্যাটটি বাহির থেকে তালাবদ্ধ ছিলো বলে জানায় পুলিশ ও বাড়ির মালিক। বাড়ির মালিকের মেয়ে ইউপি সদস্য মোসা. জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার ইফতারের পর ৪র্থ তলা থেকে মরদেহের দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে।

বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, চলতি মাসে ১৮ তারিখ স্বামী-স্ত্রী ও একটি কন্যা সন্তানসহ একটি পরিবার ৪র্থ তলার এ ফ্ল্যাটটি ভাড়া নেয়। ভাড়া নেয়ার সময় (ভোটার) এনআইডি কার্ড চাওয়ায় একটি এনআইডি কার্ড দেখিয়ে বলে এটি ফটোকপি করে এনে দিবে। পরে ২০ এপ্রিল পুনরায় (ভোটার) এনআইডি কার্ড চাওয়ায় বিকালে দিবে বলেন জানান ওই নারীর স্বামী। পরে বিকাল থেকেই তাদের ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখতে পাই। তারা কৌশলে নাম পরিচয় গোপন রাখে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী কোন পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিভিন্ন আলামত সংগ্রহ করেছি, মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনার রহস্য জানা যাবে।