ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেবিদ্বারে ভোট কেন্দ্র স্থাপনে জালিয়াতি

শহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃঃ

রোজ বুধবার, ১৬ মার্চ ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার দেবিদ্বারে আসন্ন ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ১৫ বছর আগে বিলুপ্ত হওয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনে জালিয়াতির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে।

জানা গেছে, দেবিদ্বার উপজেলার আজিমনগর এলাকার হাবিবুর রহমান টেক্সটাইল মিলস লি:’ র মহিলা শ্রমিকদের আবাসিক কলোনিকে প্রাথমিক বিদ্যালয় উল্লেখ করে ওই স্থানে ভোট কেন্দ্র স্থাপনের জন্য মিলের ব্যবস্থাপনা পরিচালকের সীল স্বাক্ষর জাল করে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট দাখিলকৃত এক আবেদনের পর এ জালিয়াতির তথ্য ফাঁস হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপার শুরু হয়। মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মজিবুল হক খন্দকার জানান, প্রাথমিক বিদ্যালয়টি প্রায় ১৫ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে ওই স্থানে মিলের মহিলা শ্রমিকদের আবাসিক কলোনী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে কোনো বিদ্যালয় বা শিক্ষক/শিক্ষিকার অস্তিত্বও নেই।

বিলুপ্ত হওয়া বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনের এ ধরণের পত্র পেয়ে গত বৃহস্পতিবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাই। সেখানে যাওয়া পর মিলের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে স্থানীয় যুবলীগ নেতা কামরুল ইসলাম ভুয়া অনাপত্তিপত্র দাখিল করার বিষয়টি অবগত হই এবং সেই যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ মিলস এলাকা হতে ভোট কেন্দ্র স্থানান্তরের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি। স্থানীয় যুবলীগ নেতা কামরুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায় ।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম জানান, ভোট কেন্দ্র স্থাপনে ভুয়া অনাপত্তিপত্র ও সীল স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়া চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

দেবিদ্বারে ভোট কেন্দ্র স্থাপনে জালিয়াতি

আপডেট সময় ১২:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬

শহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃঃ

রোজ বুধবার, ১৬ মার্চ ২০১৬ইং(মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার দেবিদ্বারে আসন্ন ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ১৫ বছর আগে বিলুপ্ত হওয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থাপনে জালিয়াতির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে।

জানা গেছে, দেবিদ্বার উপজেলার আজিমনগর এলাকার হাবিবুর রহমান টেক্সটাইল মিলস লি:’ র মহিলা শ্রমিকদের আবাসিক কলোনিকে প্রাথমিক বিদ্যালয় উল্লেখ করে ওই স্থানে ভোট কেন্দ্র স্থাপনের জন্য মিলের ব্যবস্থাপনা পরিচালকের সীল স্বাক্ষর জাল করে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট দাখিলকৃত এক আবেদনের পর এ জালিয়াতির তথ্য ফাঁস হয়ে পড়ে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপার শুরু হয়। মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মজিবুল হক খন্দকার জানান, প্রাথমিক বিদ্যালয়টি প্রায় ১৫ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে ওই স্থানে মিলের মহিলা শ্রমিকদের আবাসিক কলোনী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে কোনো বিদ্যালয় বা শিক্ষক/শিক্ষিকার অস্তিত্বও নেই।

বিলুপ্ত হওয়া বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনের এ ধরণের পত্র পেয়ে গত বৃহস্পতিবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাই। সেখানে যাওয়া পর মিলের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে স্থানীয় যুবলীগ নেতা কামরুল ইসলাম ভুয়া অনাপত্তিপত্র দাখিল করার বিষয়টি অবগত হই এবং সেই যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ মিলস এলাকা হতে ভোট কেন্দ্র স্থানান্তরের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি। স্থানীয় যুবলীগ নেতা কামরুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায় ।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম জানান, ভোট কেন্দ্র স্থাপনে ভুয়া অনাপত্তিপত্র ও সীল স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়া চলছে।