সুমন সরকার:
“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর এলাকার মির্জানগড় গ্রামে এ টুর্নামেন্টের আয়োজন করেন মির্জানগর যুব সমাজ। এতে মির্জানগড় স্বাধীন বাংলা একাদশ বনাম ইয়াং ষ্টার একাদশ অংশগ্রহন করেন।
মো: বাবুল সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজী এম এ কাইয়ুম ভূইয়া।
এসময় তিনি বলেন, মাদকাসক্ত বর্তমান সমাজে একটি বড় সমস্যা। এ উপজেলার মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সির নির্দেশে পুলিশ কঠোর হস্তে মাদক দমন করছেন। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প কোন কিছু নেই। খেলাধুলা একজন মানুষের মনে প্রশান্তি এনে দেয় এবং মনকে রাখে সজিব প্রাণবন্ত। তাই যুব সমাজকে লেখাপড়া ও কাজের ফাকে খেলাধুলা এবং সামাজিক সাংস্কৃতিমূলক কর্মকান্ডে যুক্ত হতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন, হাজী মাইদর আলী, ফেরদৌস ভূইয়া, বাবুল সরকার , ভি.পি সেলিম, হাজী আব্দুল মজিদ, আল-আমিন সরকার, মনির হোসেন, হাজী সেকান্দর আলী মাস্টার। টান টান উত্তেজনাপূর্ন খেলায় ট্রাইবেকারে স্বাধীন বাংলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়াং ষ্টার একাদশ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অথিতিবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য মো. রাজিব হোসেন, জাহাঙ্গীর আলম, ইব্রাহীম, কুদ্দুস, বিল্লাল, রুবেল হোসেন প্রমুখ।