সুমন সরকার, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামে সোনার বাংলা মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে দক্ষিণ ভিংলাবাড়ী একাদশ দুই গোলে বিজয়ী হয়।
কুমিল্লার-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সির অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতায় এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এরআগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রাথর্ী হাজী এমএ কাইয়ুম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার এবং কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুবলীগ নেতা ওমর ফারুক, সেচ্ছাসেবকলীগ নেতা জামির হোসেন, ছাত্রলীগ নেতা সায়মন সরকার, ওমর ফারুক ভূইয়া, মো: আজিম, বাচ্চু মিয়া, আব্দুল আলিম, হোসেন সরকার, নিজামুল রফিক প্রমুখ।