শাহীন আলম, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা দেবিদ্বারে এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭ টায় গোপালনগর মধ্য পাড়া মাস্টার বাড়ি সামনের খালে ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবক মুরাদনগর উপজেলার বাইড়া গ্রামের ডা. সৈয়দ আলীর পুত্র মো. সুমন (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে তাহার মৃত্যু হয়েছে । দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চত করেন। পুলিশ লাশ কুমিল্লা মেডিক্যাল মর্গে প্রেরণ করেন।