রায়হান চৌধুরী:
সারা বিশ্বে মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাবে মৃত্যুর মিছিল সৃষ্টি হয়েছে। এর প্রভাব থেকে রক্ষা পাননি বাংলাদেশও। বাংলাদেশের মানুষদের এ ভয়ংকর ভাইরাস থেকে রক্ষা পেতে যেমন প্রয়োজন নিরাপদে ঘরের মধ্যে অবস্থান করা। তার সঙ্গে প্রয়োজন খাদ্য সামগ্রী। এমনই ক্লান্তিকাল মুহূর্তে দুস্থ কর্মহীন নিন্ম আয় ও হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি,আরটিভি, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লা ব্যুরো সাংবাদিক আবুল খায়ের।
নিজ গ্রাম দেবিদ্বার পৌরসভার ২ নং ওয়ার্ড ভিংলা বাড়িতে করোনা ভাইরাসের প্রার্দুভাবের প্রভাবে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে নিজ হাতে ১৪০টি পরিবারের মাঝে বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে সাংবাদিক আবুল খায়ের বলেন, আতঙ্ক নয় সচেতন হোন, সামাজিক দুরত্ব মেনে চলুন, সরকারের বিধি নিষেধ ও লকডাউন মেনে চলার আহবান জানান। তিনি আরোও বলেন, আপনারা ঘরে থাকুন আমি খাদ্য সামগ্রী নিয়ে পর্যায়ক্রমে আপনাদের দ্বারপ্রান্তে হাজির হব।