মোঃ শাহীন আলম, দেবিদ্বার প্রতিনিধিঃ
রোজ সোমবার, ০৩ জানুয়ারী ২০১৬ ইং(মুরাদনগর বার্তা ডটকম):
সদ্য প্রকাশিত বাংলাদেশ মাদরাসা বোর্ডের এবতেদায়ী সমাপনী পরীক্ষায় কুমিল্লার বড়িচং উপজেলার পারুয়ারা দারুস সুন্নাহ তা’লিমুল কোরআন মাদরাসা ৩০জন পরীক্ষার্থী থেকে ১৫টি প্লাসসহ শতভাগ পাস করে শীর্ষে রয়েছে। এছাড়াও বাকি ১৫ জনেরও রয়েছে সর্বনি¤œ পয়েন্ট ৪.৫০ মধ্যে।
একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্বাবধানে যুগোপযোগী, মানসম্মত, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষাদানে বিশেষ ভূমিকা রেখে আসছে এ মাদরাসাটি।
মাদরাসার প্রধান শিক্ষক মাও: মোস্তফা কামাল বলেন, এ মাদরাসাটি ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে এতো অল্প সময়ে এ অভাবনীয় সাফল্য অর্জন করা এটা অত্র এলাকার জন্য গর্বের। আমরা ভবিষ্যতেও এ অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাব। আমি অত্র মাদরাসার ছাত্র/ ছাত্রী শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবক/অভিভাবিকা মন্ডলীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জানা যায়, বুড়িচং উপজেলায় মাদরাসা বোর্ডের এবাতেদায়ী সমাপনী পরীক্ষায় সর্বমোট ৩০টি এপ্লাস পায় তার মধ্যে ১৫টি এপ্লাসই অত্র মাদরাসার। এ অভাবানীয় ফলাফল অর্জনে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারেল্লা সাবেক ইউপি চেয়ারম্যান ও অত্র মাদরাসা সভাপতি মো: আবদুর রহমান (রব), সহ-সভাপতি আবদুর রব ভূইয়া, সেক্রেটারী মো: মোসলেম উদ্দিন, সদস্য মো: দেলোয়ার হোসেন, আ: আলীম, সহকারী প্রধান শিক্ষক মাও: তাজুল ইসলাম, মাও: মোস্তাফিজুর রহমান, মাও: জাহাঙ্গীর আলম প্রমুখ।