দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
ঈদ আনন্দ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট আয়কর আইনজীবী ফরিদ উদ্দিন (৬৫) আহমেদ। এছাড়াও ওই দুর্ঘটনায় তার ছেলের মেয়ে মাসরুকা (২) ঘটনাস্থলে নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এড. ফরিদের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রী ও ছেলেকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
তিনি আরও জানান, দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে ঈদ-উল আযহা উদযাপন শেষে এড.ফরিদ পরিবারের ৫ সদস্য নিয়ে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি মহাসড়কের ভবেরচর এলাকায় পৌছলে ট্রাক চাপায় তাদের মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার ছেলের মেয়ে মাসরুকা আক্তার নিহত হন। এ সময় মারাত্মক আহত হন এড ফরিদ, তার স্ত্রী ও ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্কয়ার হাসপাতালে মারা যান এড. ফরিদ। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রী ও ছেলেকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
প্রবীন ওই বিএনপি নেতার মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন দেবিদ্বারের বিএনপি দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
দুর্ঘটনার খবর পেয়ে পেয়ে রাতে তিনি এবং ঢাকায় অবস্থানরত দেবিদ্বারের বিএনপি নেতাকর্মী ও স্বজনরা মরদেহ এবং আহতদের দেখতে হাসপাতালে ভীড় করেন। এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।