রায়হান চৌধুরী :
কুমিল্লার দেবিদ্বারে মির্জানগর টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার মির্জানগর ফুটবল ক্লাবের উদ্যোগে মির্জানগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে খেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইদুর রহমান সবুর ভূঁইয়া ও বাবুল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল করিম খাঁন ইমন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মজিদ, আল-আমিন হোসেন, আব্দুল আলিম, ইকবাল হোসেন, রাজিব হোসেন, আক্তার হোসেন।
অন্যান্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, সুমন সরকার, মাঈনউদ্দিন, সাইফুল ইসলাম, ফয়সাল, আনিস, হৃদয় প্রমুখ। জুনিয়র একাদশ বনাম জুবেন টার্চ একাদশের মধ্যকার খেলায় ০-৩ গোলে জয়লাভ করে জুবেন টার্চ একাদশ। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে এলইডি টিভি তুলে দেন আমন্ত্রীত অতিথিবৃন্দরা।